ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের মাইজদী শাখার শুভ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৪ ০৭:৩৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯৪ বার


আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের মাইজদী শাখার শুভ উদ্বোধন

 জিল্লুর রহমান মানিক, নোয়াখালী:
‘সুস্থ শিশু-সুরক্ষিত আগামী’ এই স্লোগানে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের নোয়াখালী মাইজদী শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় নোয়াখালীর জেলা শহর মাইজদী কোর্ট এলাকায় আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের নতুন এ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজদী পৌর সভার মেয়র শহিদুল্লাহ খাঁন সোহেল। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আরা। আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফিরোজ মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিশু মনোবিজ্ঞানী সুলতানা রাজিয়া।

মুখ্য আলোচক শিশু মনোবিজ্ঞানী সুলতানা রাজিয়া বলেন, ডিভাইস আসক্তিসহ বিভিন্ন কারণে আমাদের সমাজের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সংখ্যা দিন দিন বাড়ছে। এ নিয়ে দীর্ঘদিন দেশব্যাপী কাজ করছে সংগঠনকি। এরই ধারাবাহিকতায় দীর্ঘ পাঁচ বছর যাবত নোয়াখালীতে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন। শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান ফাউন্ডেশনের চ্যেয়ারম্যান শিশু মনোবিজ্ঞানী সুলতানা রাজিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখি নূর জাহান নীলা, নোয়াখালী পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের সোহাগ, মাইজদী পৌর মহিলালীগের সাধারণ সম্পাদক হাসিনা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগণ আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চলমান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এবং প্রতিটি এলাকায় এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে ফিতা ও কেক কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ স্থানীয় শতশত মানুষ উপস্থিত ছিলেন। এরপর একটি র‌্যালি বের হয়ে মাইজদী কোর্ট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ও জনসচেতনতামূলক বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দেশব্যাপী কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফাউন্ডেশনটি। গতবছর ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম চালায় সংগঠনটি। রাজধানীরর উত্তরা, বাসাবো, যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে এর শাখা রয়েছে।

 


   আরও সংবাদ