ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধামইরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১৮:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৮৭ বার


ধামইরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 

 

নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবন মান উন্নয়নের জন্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবন মান উন্নয়নের জন্য শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

 

বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে মোট  ৮৭ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

ইউএনও অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৮৭ জন শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক স্তরে ৫০ জনের প্রত্যেককে মাথাপিছু ২৪০০ টাকা, ২৫ জন মাধ্যমিক শিক্ষার্থীদের প্রত্যেককে ৬০০০ টাকা, একাদশ ও দ্বাদশ পর্যায়ে ১২ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ৯৬০০ টাকা করে মোট ৩ লাখ ৮৫ হাজার ২০০ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও মাধ্যমিক স্তরে ১৫ জন শিক্ষার্থীদের মধ্যে ১৫টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী  কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম প্রমুখ।


   আরও সংবাদ