ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নিখোঁজ সফি উদ্দিনের সন্ধান চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১৫:৩৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১১৪ বার


নিখোঁজ সফি উদ্দিনের সন্ধান চায় পরিবার

প্রতিনিধি:  টঙ্গীর বিশ্ব ইজতেমায় এসে নিখোঁজ সফি উদ্দিন মিয়া ( ৬৫ ) এর
সন্ধান চায় তার পরিবার।
জানাযায়, বিশ্ব ইজতেমায় অংশগ্রহন করতে গত ৩ ফেব্রুয়ারি ২০২৪ রোববার ভোরে
রাজধানী, ঢাকা মোহাম্মদপুরে মেয়ের বাসা থেকে বের হয়। ফজরের নামাজ পরে
ইজতেমার মোনাজাতে গিয়ে নিখোঁজ সফি উদ্দিন মিয়া আর বাসায় ফিরেনি। তার
গ্রামের বাড়ী,জেলা: ব্রাহ্মণবাড়িয়া ,থানা: নবীনগর,পো.কৃষ্ণ নগর,গ্রাম:
দক্ষিণ লক্ষীপুর।  তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল
গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো বেগুনি রঙ্গের পাঞ্জাবী।
এরপর সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে নিখোঁজ সফি
উদ্দিন মিয়ার মেয়ে সাবিকুর নাহার আক্তার  ( নিপা ) গত ১২ ফেব্রুয়ারি ২০২৪
রাজধানীর মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-১০১৩।
কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে মোহাম্মদপুর থানার তদন্তকারী
কর্মকর্তা এসআই অমল কৃষ্ণ মোবাইল নম্বর ০১৭১৬৬২৫০৫৮, মেয়ে নিপা
০১৯২৪৬৩৫৩১৩ অথবা ০১৬৬০০০৪৮৬৯,০১৬১৭৯৩৩৬৬৫ নম্বরে যোগাযোগ করার জন্য
অনুরোধ করা হলো।সন্ধান দাতাকে তাকে পুরস্কৃত করা হবে।


   আরও সংবাদ