ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৩৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১২ বার
টাঙ্গাইল: মাঝ রাতে একাধিক সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) মাঝ রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
এতে গন্তব্যে যাওয়ার যানবাহনের চালক ও যাত্রীরা বিপাকে পড়েছেন।
পুলিশ জানায়, রোববার রাত ২ টার দিকে জোকারচর এলাকা একটি ট্রাক বিকল হয়ে যায় অপর দিকে ভোর ৪ টার দিকে হাতিয়া এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোনো হতাহত না হলেও গাড়ি সরাতে সময় লেগে যায়। ফলে যানজট শুরু হয়।
বঙ্গবন্ধু সেতু থানার ওসি মোহাম্মদ আলমগীর আশরাফ বলেন, সেতু সড়কে যানবাহনের চাপ থাকায় ধীর গতিতে চলাচল করেছে। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক স্বাভাবিক হবে।