ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধামইরহাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি


প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৬:৩৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯৬ বার


ধামইরহাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে যথাযেগ্য মর্যদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালন করা হয়েছে। দিবসটিতে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ১২.০১মিনিটে ধামইরহাট প্রশাসন চত্ত্বরে অবস্থিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন সঙ্গে ছিলেন বিভিন্ন দপ্তর প্রধান গণ।

 

 

এসময় উপজেলা  আওয়ামী লীগের পক্ষে ফুল দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মো,দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো,শহীদুল ইসলাম ও আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

এদিন সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রসাশনের আয়োজনে শহীদ দিবসের  উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সরদার। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল যুবায়ের  , প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ ফরহাদ হোসেন, ধামইরহাট থানা তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সহ আরো সুধীজন। 

আলোচোনা শেষে রচনা  লেখায় বিজয়ীর মাঝে মোট চারটি ইভেন্টে( ক+খ)সর্বমোট ১২ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। 

পরে এক মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী বৃন্দু ও ক্ষুদে শিক্ষার্থীরা।


   আরও সংবাদ