ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চোখে অঞ্জনি কেন হয়

আমির হোসেন মামুন


প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১৬:০১ অপরাহ্ন | দেখা হয়েছে ১২৫ বার


চোখে অঞ্জনি কেন হয়

অনেকের ধারণা, চোখে ময়লা জমে বা সংক্রমণ হলেই কেবল অঞ্জনি দেখা দেয়। তবে সব সময় যে সংক্রমণ থাকবে, তা নয়। চোখে অনেক ক্ষুদ্র তেল গ্রন্থি আছে। বিশেষ করে চোখের পাতার ওপর। মৃত কোষ, ময়লা বা তেল জমে ওই ছোট ছোট তেল গ্রন্থিগুলোর মুখ বন্ধ করে দেয়। তখন ভেতরে ব্যাকটেরিয়া জন্ম নেওয়ায় অঞ্জনি হয়। এটা চোখের ভেতরে এবং বাইরে হতে পারে।

বেশির ভাগ ক্ষেত্রে অঞ্জনি ১ সপ্তাহের মধ্যে সেরে যায়। তখন ভেতরের ময়লা বের হয়ে আসে।

অঞ্জনি অনেকের বারবার হয়, সে ক্ষেত্রে গ্রন্থির মুখে কোনো সমস্যা বা দীর্ঘদিনের পাপড়ির প্রদাহ, পাপড়িতে খুশকি ইত্যাদি আছে কি না, দেখে নিতে হবে। তবে এ নিয়ে এতটা দুশ্চিন্তার কারণ নেই।

✅ ঘরোয়া কিছু উপায় অবলম্বন করলে অঞ্জনির সমস্যা কয়েক দিনেই সেরে যায়—

১. অঞ্জনি হলে কখনো চোখ ঘঁষবেন না। এর ওপর জোরে চাপ দেবেন না বা বারবার হাত দিয়ে স্পর্শ করবেন না।

২. গরম সেঁক দিলে পুঁজ বেরিয়ে যাবে আর অঞ্জনি ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। একটি পরিষ্কার কাপড় নিয়ে সেটাকে গরম পানিতে ডুবিয়ে নিন। কাপড় থেকে পানি নিংড়ে চোখের ওপর ৫ থেকে ১০ মিনিট রাখুন। এভাবে দিনে বেশ কয়েকবার সেঁক দিন।

৩. চোখে অঞ্জনি হলে কখনোই বেশি ক্ষারযুক্ত সাবান ব্যবহার করবেন না। এতে চোখেরক্ষতি হবে। হালকা গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে তুলায় করে চোখের পাতা পরিষ্কার করুন।

চোখ লাল হলে বা বেশি ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

✍️

ডা. সৈয়দ একে আজাদ

চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন, ঢাকা


   আরও সংবাদ