ঢাকা, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধামইরহাটে মাদক কারবারী চোলাই মদ সহ আটক-১

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১৬:৩৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭১ বার


ধামইরহাটে মাদক কারবারী চোলাই মদ সহ আটক-১

ধামইরহাট, (নওগাঁ) প্রতিনিধি 

 

নওগাঁর ধামইরহাটে ১১৫ লিটার চোলাই মদসহ শ্রী. অমল চন্দ্র মালি (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জয়পুরহাট র‌্যাব-৫।

 

গ্রেফতারকৃত অমল চন্দ্র মালি উপজেলার মুকুন্দপুর এলাকার মৃত নারায়ন চন্দ্র মালির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একাজে জড়িত।

 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুর বারোটার সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব সময়ের আলোকে জানায়, অমল চন্দ্র দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মুকুন্দুপুর এলাকায় নিজ বাড়িতে চোলাই মদ তৈরি করে গ্রামের যুবকদের কাছে ছোট ছোট বোতলে ভরে ৫০ টাকা এবং ১০০ টাকায় বিক্রি করে আসছিলো।

 

র‍্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে  বিপুল  পরিমান বাংলা মদ মজুদ অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। এবং পরবর্তীতে ঐ মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত (ওসি তদন্ত) অফিসার হাবিবুর রহমান বলেন, চোলাই মদসহ গ্রেফতার ঐ ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

 


   আরও সংবাদ