ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২ মার্চ, ২০২৪ ১০:০৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬১ বার
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ মার্চ) সকাল দশটার সময় উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ এর জন্য শোভাযাত্রা বের করা হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষের বীমা করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। এরপর বীমার উপর রচনা প্রতিযোগিতায় ক ও খ গ্রুপের ৬ জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ধামইরহাট এজেন্সি অফিসের ডিজিএম সাইদুল ইসলাম, উপজেলা জীবন বীমা কর্পোরেশনের ডেভেলপমেন্ট অফিসার আব্দুর রাজ্জাক, সন্ধানী লাইফ ইন্সুরেন্সের এজিএম শাহজাহান আলী সহ বীমা পেশায় নিয়োজিত প্রায় শতাধিক কর্মী।