ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২ মার্চ, ২০২৪ ১৫:৫৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১০৬ বার
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইনের একটি ব্যস্ত বাজারে গোলা ছুঁড়েছে জান্তা সামরিক বাহিনী। এ ঘটনায় নিহত হয়েছেন ১২ জন।
আহতের সংখ্যা ৮০ জনেরও বেশি।
গতকাল শুক্রবার ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
আরাকান আর্মির হাইকমান্ড জানিয়েছে, রাখাইনের রাজধানী ও বন্দরনগরী সিত্তের কাছে মোতায়েন করা যুদ্ধজাহাজ থেকে মিওমা বাজারকে লক্ষ্য করে একের পর এক গোলা নিক্ষেপ করে জান্তা সামরিক বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন।
এদিকে, পুরো বিষয়টি অস্বীকার করে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল মায়াবতীতে একটি বিবৃতি দিয়েছেন জান্তা। তাদের দাবি, মিওমা বাজারে গোলাবর্ষণ করেছে আরকান আর্মি। এ ঘটনায় হতাহত কত, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
একটি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর, আরাকান আর্মি ও জান্তা যে দাবি করছে, সেটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। কারণ, গত কয়েকদিন ধরে সিত্তে ও রাখাইনের অন্যান্য শহরে ইন্টারনেট এবং মোবাইল ডেটা চলাচল সীমিত করে রেখেছে জান্তা। এ কারণেই রাখাইনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।