ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ৩ মার্চ, ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮০ বার
দুই মার্চ শনিবার ধামুরহাট উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষি নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার প্রাণকেন্দ্রে বালিকা উচ্চ বিদ্যালয় সকাল দশটা থেকে বৈকাল চারটা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষক সমিতির অফিস সূত্রে জানা যায় মোট ভোটার সংখ্যা ২০৩ জন।
ব্যাপক উৎসাহ উদ্দীপনা মাধ্যমে ব্যাপক ভোটারের উপস্থিত লক্ষ্য করা যায়।
অফিস সূত্রে জানা যায় মাধ্যমিক শিক্ষক সমিতির মোট তিনটি ক্যাটাগরিতে ভোট অনুষ্ঠিত হয়। পদ গুলো হলো সভাপতি, সহ-সভাপতি ও সম্পাদক পদে মোট ১০ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ আব্দুর রহমান, প্রধান শিক্ষক ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মোঃ মকুল হোসেন প্রধান শিক্ষক চন্ডিপুর উচ্চ বিদ্যালয়।
সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দা করেন চারজন প্রার্থী আবুল কালাম আজাদ, শংকরপুর উচ্চ বিদ্যালয় ২.অমল ঘোষ, জানপুর schedule cust উচ্চ বিদ্যালয় ৩.হারুন অর রশিদ, প্রধান শিক্ষক কুলফৎপুর উচ্চ বিদ্যালয়। ৪.খুরশিদা ডাক্তার, প্রধান শিক্ষক বীরগ্রাম উচ্চ বিদ্যালয়।
সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিযোগিতা করেন।
১.মোহাম্মদ আনিসুর রহমান, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ২,এ বি এম খোরশেদুল আলম, আড়া নগর উচ্চ বিদ্যালয় ৩.মোঃ আবু ইউসুফ, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ৪.মোহাম্মদ তফিকুল ইসলাম, শংকরপুর উচ্চ বিদ্যালয়
মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনের প্রিজাইডিং হিসেবে দায়িত্ব পালন করেন কাজল কুমার সরকার, একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ধামইরহাট নওগাঁ। সহকারী প্রিজাইডিং হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, হিসাবরক্ষকউপজেলা ,মাধ্যমিক শিক্ষা অফিস ধামরহাট নওগঁা।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাধারণ আব্দুল গফুর প্রামানিক। সহ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন লিটন।
নির্বাচনে সভাপতি হিসেবে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয় মোঃ মকুল হোসেন
সহ-সভাপতি হিসেবে১১৯ভোট পেয়ে আবুল কালাম আজাদ ও ৭৯ ভোট পেয়ে খোরশেদ আক্তার সহ-সভাপতি নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক হিসেবে ৮৯ ভোট পেয়ে মো,তফিকুল ইসলাম নির্বাচন হন।