ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রমজানে যেসব স্থানে সুলভমূল্যে মিলবে দুধ-ডিম-মাছ-মাংস

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ মার্চ, ২০২৪ ১৬:৩৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১২৯ বার


রমজানে যেসব স্থানে সুলভমূল্যে মিলবে দুধ-ডিম-মাছ-মাংস

ঢাকা: আসন্ন রমজান মাসে সাধারণ মানুষ যাতে আমিষের চাহিদা মেটাতে পারে এজন্য সুলভমূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

রাজধানী ঢাকার স্থায়ী বাজার ও ভ্রাম্যমাণ ৩০টি স্থানে প্রথম রোজা থেকে ২৮ রোজা পর্যন্ত চলবে এই বিপণন কার্যক্রম।

 

রোববার (১০ মার্চ) সকালে রাজধানীর খামারবাড়ির প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই কর্মসূচির আওতায় রমজান মাসে ৮০ টাকা দরে তরল দুধ, ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস, ৯০০ টাকা কেজি দরে খাসির মাংস, ২৫০ টাকা কেজি দরে চামড়া ছাড়ানো ব্রয়লার মুরগির মাংস ও ১১০ টাকা দরে প্রতি ডজন ডিম বিক্রি করা হবে।

এছাড়া মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ১৪০ টাকা কেজি দরে রুই, ১৩০ টাকা কেজি দরে পাঙাস, ১৩০ টাকা কেজি দরে তেলাপিয়া, ৩৩০ টাকা কেজি দরে পাবদা, ৩৫০ টাকা কেজি দরে ফিস ফিলেট (রেডি টু কুক) বিক্রি করা হবে।  

তবে মাত্র ৮টি স্থানে মাছ বিক্রি করবে সরকারের এই মন্ত্রণালয়টি।

অনুষ্ঠানে আরো জানানো হয়- ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে ২৫টি স্থানে ও ঢাকার দুই সিটি করপোরেশনের আরও ৫টি স্থানে সুলভ মূল্যে এসব ভোগ্যপণ্য বিক্রি করা হবে।

ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রগুলো হলো-

(১) নতুনবাজার (বাড্ডা), (২) কড়াইল বস্তি (বনানী), (৩) খামারবাড়ি (ফার্মগেট), (৪) আজিমপুর মাতৃসদন (আজিমপুর), (৫) গাবতলী, (৬) দিয়াবাড়ী (উত্তরা), (৭) জাপান গার্ডেন সিটি (মোহাম্মদপুর), (৮) ষাটফুট রোড (মিরপুর), (৯) খিলগাঁও (রেল ক্রসিংয়ের দক্ষিণে), (১০) সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড), (১১) সেগুন বাগিচা (কাঁচা বাজার), (১২) আরামবাগ (মতিঝিল), (১৩) রামপুরা, (১৪) কালশি (মিরপুর), (১৫) যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে), (১৬) বসিলা (মোহাম্মদপুর), (১৭) হাজারীবাগ (সিকশন), (১৮) লুকাস (নাখালপাড়া), (১৯) আরামবাগ (মতিঝিল), (২০) কামরাঙ্গীর চর, (২১) মিরপুর ১০, (২২) কল্যাণপুর (ঝিলপাড়া), (২৩) তেজগাঁও, (২৪) পুরান ঢাকা (বঙ্গবাজার) (২৫) কাকরাইল।

স্থায়ী বাজারগুলো হলো-

(১) মিরপুর শাহ আলী বাজার, (২) মোহাম্মদপুর কৃষি মার্কেট (৩) নতুন বাজার (১০০ ফুট), (৪) কমলাপুর, (৫) কাজি আলাউদ্দিন রোড (আনন্দবাজার)।

মাছ পাওয়া যাবে যে ৮টি স্থানে-

এগুলো হল ফার্মগেট (বঙ্গবন্ধু চত্বর), মিরপুর-১ (ইদগাহ মাঠ), সেগুনবাগিচা বাজার, মেরুল বাড্ডা বাজার, মুগদাপাড়া (মদিনাবাগ বাজার), যাত্রাবাড়ী (দয়াল ভরসা মার্কেট), মতিঝিল (বাংলাদেশ ব্যাংকের পাশে) এবং পলাশী মোড়।


   আরও সংবাদ