ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রমজানে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রি করবেন খলিল

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ মার্চ, ২০২৪ ১৬:০৭ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪৭ বার


রমজানে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রি করবেন খলিল

রাজধানীর শাহজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিল এবারের রমজানে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে রাজধানীর খিলগাঁওয়ের খলিল গোশত বিতানে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। এসময় এ ঘোষণা দেওয়া হয়।

গরুর মাংস ব্যবসায়ী খলিল বলেন, রমজানে ক্রেতাদের ৫০০ টাকায় মাংস খাওয়াতে চেয়েছিলাম। কিন্তু গরুর দাম বেশি হওয়ায় সেটি সম্ভব হচ্ছে না। তাই ৫৯৫ টাকা কেজি দরে মাংস বিক্রি করছি। আশা করছি, এ দরে মাংস বিক্রি করলেও লোকসান হবে না।

তিনি আরও বলেন, ২৫ রমজান পর্যন্ত এ মূল্যে বিক্রির কার্যক্রম চলবে। একজন ক্রেতা নির্ধারিত মূল্যে সর্বোচ্চ ৫ কেজি মাংস কিনতে পারবেন।

 

বর্তমানে বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়।


   আরও সংবাদ