ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সিরিজ জেতার লড়াইয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ মার্চ, ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০৫ বার


সিরিজ জেতার লড়াইয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচে দারুণ জয়ে শুরু হয়েছিল সিরিজ। দ্বিতীয় ম্যাচ জিতে অবশ্য সমতা ফিরিয়েছে সফরকারী শ্রীলঙ্কা।

তিন ম্যাচ সিরিজের শেষটি তাই হয়ে গেছে নির্ধারণী।  

 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচে টস হেরে আগে বোলিং করতে হবে বাংলাদেশকে।

তৃতীয় ওয়ানডের একাদশে পরিবর্তনটা ছিল অনুমিতই। প্রথম দুই ম্যাচে শূন্য রানে ফেরা লিটন দাসকে বাদ দেওয়া হয় স্কোয়াড থেকে। তার জায়গায় দলে ঢুকা মিডল অর্ডার ব্যাটার জাকের আলি অনিক একাদশে সুযোগ পাননি।  

আগে থেকেই স্কোয়াডে থাকা এনামুল হক বিজয়কে নেওয়া হয়েছে। এর সঙ্গে পেসার তানজিম হাসান সাকিবও চোটের কারণে ছিটকে যান। তার বদলে আসা হাসান মাহমুদও একাদশে নেই, খেলবেন মোস্তাফিজুর রহমান।  

এর বাইরে আরও একটি পরিবর্তন আছে, তাইজুল ইসলামের জায়গা নিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। শ্রীলঙ্কার একাদশে একটি বদল এসেছে। ইনজুরিতে পড়া মাদুশাঙ্কার জায়গায় ফিরেছেন মাহেশ থিকসেনা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও রিশাদ হোসেন।


   আরও সংবাদ