ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ মার্চ, ২০২৪ ১০:২৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১৮ বার
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে ল্যাবওয়ান প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনিষ্টিক সেন্টারের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ৷ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী ) সকালে রামপালের কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করেন রামপাল উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু ৷
এরপর থেকে দিনব্যাপী এলাকার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন খুলনা মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ স্বপ্না বাড়ই, ল্যাব ওয়ান প্রাইভেট হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোনতাসির মামুন, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ঝুমুর ৷ এ সময় সেখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, ডায়াবেটিকস চেকআপ, ও হেলথ চেকআপ করা হয় ৷ এতে বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী ও নারীরা বিশেষভাবে অংশগ্রহন করে ৷
চিকিৎসা সেবা নিতে আসা বেশ কয়েকজন জানান, উপকূলীয় অঞ্চলে স্বাস্থ্যসেবা পেতে গেলে তাদের দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয় ৷ সেখানে হাতের নাগালে বিনামূল্যে চিকিৎসা পেয়ে তারা উপকৃত হচ্ছেন ৷ এর আগেও ল্যাবওয়ান থেকে তারা বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন ৷
ল্যাবওয়ান প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনিষ্টিক সেন্টারের মালিক সেকেন্দার আলী জানান, সল্প খরচে ল্যাবওয়ান উন্নতমানের চিকিৎসা সেবা দিতে বদ্ধপরিকর ৷ আমাদের ডাক্তারবৃন্দ প্রতিষ্ঠানে যেমন সেবা দেন, তেমনি আমরা বিভিন্ন সময় তৃণমূলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এরকম ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করি ৷ ভবির্ষতেও আমাদের এ ধরনের কার্যক্রম চালু থাকবে ৷ অর্থ নয়, মানবসেবাই আমাদের প্রধান উদ্দেশ্য ৷