ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৪ মার্চ, ২০২৪ ০৯:১১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭৮ বার
আজ শনিবার (২৩ মার্চ, ২০২৪) বিকাল ৫:০০ ঘটিকায় রাজধানীর মিরপুরস্থ জামেউল উলুম মাদরাসায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহ্ফিলের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)।
সংযম, ত্যাগ, ইবাদত ও দানের মাধ্যমে পবিত্র মাহে রমজানের মহিমায় সিক্ত হতে উক্ত আয়োজনে অংশগ্রহণ করেন বাক্কোর বিভিন্ন সদস্য-প্রতিষ্ঠান হতে আগত প্রতিনিধিসহ বাক্কো কার্যনির্বাহী কমিটি এবং সচিবালয়ের সদস্যবৃন্দ। ভাবগাম্ভীর্যময় দোয়া মাহ্ফিল শেষে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সানন্দে ইফতার গ্রহণ করে বাক্কো পরিবার।
বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ তার বক্তব্যে বলেন, বাণিজ্যিক সংগঠন হলেও বাক্কো বরাবরই সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন কার্যক্রম করে থাকে। এরই অংশ হিসেবে আজকের আয়োজন। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতার করতে পেরে আমরা আনন্দিত ।
টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, আমাদের সৌভাগ্য যে আমরা মাদ্রাসা ছাত্র, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একসাথে ইফতার করতে পারছি। বাক্কো সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতি আমার আহ্বান তারা যেন এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)-এর সহ-সভাপতি ভূঁইয়া ইনাম লেনিন বলেন, আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি এবং একই সাথে আনন্দিত হয়েছি মাদ্রাসা কর্তৃপক্ষের অত্যাধুনিক ব্যবস্থাপনা দেখে। সবাইকে আমি অনুরোধ করব, আমারা যে যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি এবং সাহায্যের হাত বাড়িয়ে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকি। আমাকে এই মহতী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি ।
অন্যদিকে বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন উক্ত আয়োজনের সঙ্গে সম্পৃক্ত এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ বাক্কো অব্যাহত থাকবে-এই আশ্বাস প্রদান করেন।
এছাড়াও জামেউল উলুম মাদরাসার অধ্যক্ষ মুফতি মোঃ আবুল বাশার নোমানী ইফতার আয়োজনের মাধ্যমে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর জন্য বাক্কোর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি তানভীর ইব্রাহীম, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক এবং পরিচালকবৃন্দ- মোঃ ফজলুল হক, মুসনাদ ই আহমেদ, আব্দুল কাদের এবং জায়েদ উদ্দীন আহমেদ। এছাড়াও বিআইজেএফ এর সভাপতি নাজনীন নাহার, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং টিএমজিবি কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।