ঢাকা, রবিবার, ০৫ মে ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধামইরহাটে উপজেলা প্রসাশন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাট ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৬ মার্চ, ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৫ বার


ধামইরহাটে উপজেলা প্রসাশন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাট ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। 

 

সোমবার (২৫ মার্চ) বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে 'উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের' তালিকাভুক্ত ৩ হাজার পাট চাষীদের মাঝে মাথাপিছু ১ কেজি করে পাটবীজ, ৬ কেজি ইউরিয়া সার, ৩ কেজি এমওপি সার ও ৩ কেজি টিএসপি সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। 

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেলা পাট উন্নয়ন অফিসার আখতারুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ. ফরহাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনসুর আলী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা মৎস অফিসার আইয়ুব আলী, উপসহকারী পাট উন্নয়ন অফিসার আব্দুল মোতালেব প্রমুখ। 

 


   আরও সংবাদ