ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল, গণমাধ্যমে ভিডিও

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ মার্চ, ২০২৪ ১৩:৩৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১১৪ বার


নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল, গণমাধ্যমে ভিডিও

পুণ্যভূমি ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। কোনো কারণ ছাড়াই এমন হত্যাকাণ্ড ঘটাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর সেনারা।

এমন চিত্র গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

 

অবরুদ্ধ এ ভূখণ্ডে ইসরায়েলিদের বর্বর হামলায় ফিলিস্তিনি নিহতের মোট সংখ্যা ৩২ হাজার ৫০০ জনে পৌঁছেছে।

আল জাজিরা বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে তাদের লাইভ প্রতিবেদনে একটি ভিডিও প্রকাশ করে, যাতে দেখা যায়- একজন পুরুষ তাকে সাদা কাপড় নিয়ে দৌড়াচ্ছেন। কিন্তু তাকে পেছন থেকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।

শুধু ওই ব্যক্তিকেই নয়, আরও একজনকে একই কায়দায় হত্যা করে ইসরায়েলি সেনারা।

হত্যাকাণ্ডের পর বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ ও বালির স্তূপে দুজনের লাশ পুঁতে ফেলে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাবেক বিশেষ প্রতিবেদক (র‌্যাপোর্টার) অধ্যাপক রিচার্ড ফক বলেছেন, ইসরায়েলিদের এই গুলির অর্থ হলো গাজায় ‘প্রত্যহিক ভিত্তিতে তাদের নৃশংসতা অব্যাহত রাখার স্পষ্ট প্রমাণ’।


   আরও সংবাদ