ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধামইরহাটে ইসলামিক ফাউন্ডেশন কতৃক দরিদ্র বিমোচনে যাকাতের গুরুত্বের উপর সেমিনার অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯২ বার


ধামইরহাটে ইসলামিক ফাউন্ডেশন কতৃক  দরিদ্র বিমোচনে যাকাতের গুরুত্বের উপর সেমিনার  অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর ধামইরহাটে ইসলামিক ফাউন্ডেশনের

আয়োজনে সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের লক্ষ্যে যাকাত প্রদানকারী ও যাকাত আদায়কারীদের সমন্বয়ে "দরিদ্র বিমোচনে যাকাতের গুরুত্ব" শীর্ষক এক সেমিনার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর বারোটার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে ৬ জন উপকারভোগীদেরকে মাথাপিছু ৬ হাজার টাকা এবং অপর একজনকে ৫ হাজার টাকা করে মোট ৪১ হাজার ৯০০ টাকা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ. ফরহাদ হোসেন, ধামইরহাট সোনালী ব্যাংক লিমিটেডের ম্যানেজার বুলবুল আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা ইসলামিক ফাউন্ডেসনের ফিল্ড সুপার ভাইজার মো. তোফাজ্জল হোসেন প্রমুখ। 

 


   আরও সংবাদ