ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইসরায়েলি হামলায় হামাসপ্রধান হানিয়ার ৩ ছেলে নিহত

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৪ ০৬:৩১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮৭ বার


ইসরায়েলি হামলায় হামাসপ্রধান হানিয়ার ৩ ছেলে নিহত

উত্তর গাজায় ইসরায়েলি হামলায় হামাসপ্রধান ইসমাইল হানিয়ার তিন ছেলে নিহত হয়েছেন। ঈদের দিনেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত ছিল।

 

আল-জাজিরা অ্যারাবিককে দেওয়া সাক্ষাৎকারে হানিয়া বুধবার তার তিন সন্তান হাজেম, আমির ও মোহাম্মদসহ বেশ কয়েকজন নাতি-নাতনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বার্তাসংস্থা শিহাব প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের হামলায় এ হামাস নেতার তিন নাতি-নাতনি নিহত হয়েছে।

হানিয়া জানান, তার সন্তানেরা ঈদ উপলক্ষে শাতি শরণার্থী শিবিরে আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার  শিকার হন।  

তিনি বলেন, শহীদদের রক্ত এবং আহতদের বেদনার মাধ্যমে আমরা আশা জাগাই, আমরা ভবিষ্যৎ তৈরি করি,  জনগণ ও জাতির জন্য স্বাধীনতা তৈরি করি।

তিনি আরও জানান, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত তার পরিবারের প্রায় ৬০ সদস্যের প্রাণ গেছে।  

কাতারে থাকা হামাসের রাজনৈতিক এ নেতা গাজায় ইসরায়েলি বর্বরতার নিন্দা জানান। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, পরিবার ও বাড়িঘরের ওপর হামলা হলে ফিলিস্তিনি নেতারা পিছু হটবে না।


   আরও সংবাদ