আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৪ ০৭:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯১ বার
পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকার ইরানের ড্রোন হামলার খবরে দ্রুত সাড়া দিচ্ছে।
জর্ডান, লেবানন ও ইরাক, ড্রোনের উড্ডয়ন পথে অবস্থিত দেশ তিনটি তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।
ইরান ও ইসরায়েল সামরিক উড়োজাহাজ ছাড়া সব ধরনের ফ্লাইট বন্ধ করে দিয়েছে।
সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার জবাবে ইসরায়েলের দিকে ড্রোন-ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
ইসরায়েলের চ্যানেল টুয়েলভ টিভি বলেছে, ইরানের ছোড়া ড্রোন স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ২টার দিকে ইসরায়েলে পৌঁছাতে পারে।
ইসরায়েলি বাহিনী উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সব লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ করছে।
ইরানের ড্রোন উৎক্ষেপণের খবরের কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রতিরক্ষামূলক ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।