আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৪ ০৮:৫৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮৭ বার
চীনে ভারী বর্ষণে দেশটির দক্ষিণাঞ্চলের গুয়াংডু প্রদেশে ১২ কোটি ৭০ লাখ মানুষ বন্যার ঝুঁকিতে। ইতোমধ্যে প্রদেশের প্রধান প্রধান নদী, জলপথ, জলাধার পানিতে টইটম্বুর হয়ে গেছে।
চীনের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির পরিস্থিতি ভয়াবহ। শিজিয়াং এবং বেইজিয়াংয়ের নদী অববাহিকায় পানির স্তর এমনভাবে বেড়েছে যা ৫০ বছরে একবার হওয়ার সম্ভাবনা থাকে। এই অবস্থায় চীনের পানিসম্পদ মন্ত্রণালয় জরুরি নির্দেশনা জারি করেছে।
শনিবার রাত ৮টা থেকে টানা ১২ ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাতে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিপাতে ৬৫টির মতো ভূমিধসের ঘটনাও ঘটেছে।