ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৪ ০৯:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০৩ বার
নীলফামারী: জেলার কিশোরগঞ্জে মাটি খননের সময়ে ৩.৩ রাইফেলসহ গোলাবারুদ পাওয়া গেছে।
সোমবার (২২ এপ্রিল) উপজেলার রংপুর-দিনাজপুর তিস্তা সেচ ক্যানেলের বাজার এলাকা থেকে এসব রাইফেল ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার বিকেলে ক্যানেলের বাজার এলাকার একটি পরিত্যক্ত জমি খননের সময় শ্রমিকরা ৩.৩ রাইফেল, দুইটি মাইন ও একটি মর্টার সেল দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে সবাই সেগুলো দেখতে আসেন। খবর পেয়ে পুলিশ যায় এবং রাত সোয়া ৯টা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের অপেক্ষায় থাকে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল বলেন, ৩.৩ রাইফেল, দুইটি মাইন ও একটি মর্টার সেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট গিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে।