ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৪ ০৯:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১৯ বার


নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় হিট স্ট্রোকে ইয়াসিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগর কান্দির এলাকায় এ ঘটনা ঘটে।

 

 


চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।


শিশু ইয়াসিন উপজেলার চাঁনুপুর ইউনিয়নের সওদাগর কান্দি গ্রামের প্রবাসী এনামুল হকের ছেলে।


ইয়াসিনের নানা বাচ্চু মিয়া জানান, গতকাল নাতিসহ তার মেয়ে নরসিংদী শহরের বাসাইল এলাকার ভাড়া বাসা থেকে আমাদের গ্রামের বাড়ি সওদাগর কান্দিতে আসে। আর আজই আমার নাতিটা মারা গেল।  

তিনি জানান, দুপুর সোয়া ২টার দিকে ইয়াসিন তার মায়ের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার সময় অতিরিক্ত গরমে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে সওদাগর কান্দির ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের সাব সেন্টারে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত ফার্মাসিস্ট মিজানুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

সওদাগর কান্দিস্থ চাঁনপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের সাব সেন্টারে দায়িত্বরত ফার্মাসিস্ট মিজানুর রহমান জানান, তার কাছে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। যারা নিয়ে এসেছে তাদের ভাষ্যমতে অতি গরমে শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এর পরই তার মৃত্যু হয়।


   আরও সংবাদ