ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৪ ০৯:৫১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮৯ বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে মঙ্গল খাল খননের মাটি বোরো ধানের জমিতে ফেলায় কয়েকশ মন বোরো ধান ক্ষতিগ্রস্ত হাওয়ায় ভুক্তভোগী কৃষক মো. সাইদুল ইসলাম জেলা প্রশাসক ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বরাবর গত বৃহস্পতিবার এক লিখত অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে অভিযোগের বিষয়ে ভুক্তভোগী কৃষক মো. সাইদুল ইসলাম সয়ের আলোকে বলেন, মঙ্গল খালের দুই পাশে নিজস্ব ও বর্গাকৃত জমিতে ইরি, বোরো ধান রোপন করেছেন তিনিসহ স্থানীয় আরও কৃষক। ধানগুলো পেকে যাওয়ায় আর কদিন বাদে কাটা শুরু করতেন। কিন্তু তার আগেই মাটি ফেলে ধানগুলো নষ্ট করে ফেলা হয়েছে।
অভিযোগে তিনি আরও বলেন, মঙ্গলখাল কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার তাদেরকে না জানিয়ে জোর জবরদস্তি করে খালের দুইপাশে মাটি ফেলতে শুরু করে। এতে করে খালের আশপাশের কৃষকদের শত শত মণ বোরো ধান নষ্ট হওয়ায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ কারণে ভুক্তভোগী কৃষকরা বোরো মৌসুমে মঙ্গলখাল খনন কাজ বন্ধ চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। নাহলে ওই এলাকার কৃষকেরা পরিবার নিয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনাহারে পথে বসবেন।
মঙ্গলখাল প্রজেক্টের সভাপতি উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, 'মাটি ফেলার বিষয়ে কৃষকদের বলা সম্ভব হয়নি। যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে।'
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন সময়ের আলোকে বলেন, বিষয়টি তিনি জানতেন না খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।