ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

টানা দুই ম্যাচে মেসির জোড়া গোল

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৪ ১০:২৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০৩ বার


টানা দুই ম্যাচে মেসির জোড়া গোল

৩৬ বছর বয়সী লিওনেল মেসি ইন্টার মায়ামির জার্সি গায়ে এ মৌসুমে যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। আগের ম্যাচেই ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোলের পর রবিবার নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষেও পেয়েছেন জোড়া গোল। মেসির দল নিউ ইংল্যান্ডকে হারিয়েছে ৪-১ গোলে। মেসির জোড়া গোলের পাশাপাশি দলের হয়ে বাকি দুটি গোল করেন বেঞ্জামিন ক্রেমাশ্চি ও লুইস সুয়ারেজ।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই মেসিদের বড় ধাক্কা দেয় নিউ ইংল্যান্ড। কিছু বোঝার আগে প্রথম মিনিটেই প্রতিপক্ষের স্ট্রাইকার টমাস চ্যাঙ্কালে প্রথম গোল আদায় করে নেন। অবশ্য তাতে দমে যায়নি টাটা মার্টিনোর শিষ্যরা। গোল খেয়েও একের পর এক আক্রমণ করতে থাকে মায়ামি। ম্যাচের ৩২তম মিনিটে দারুণ এক গোল করে দলকে সমতায় ফেরান মেসি। এরপর বিরতির পর আরও তিনটি গোল পায় মায়ামি। ৬৭তম মিনিটে মেসি জোড়া গোল পূর্ণ করেন। ৮৩ মিনিটে বেঞ্জামিন ক্রেমাশ্চি এবং ৮৮ মিনিটে আরেকটি গোল করেন লুইস সুয়ারেজ।

নিউ ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোলে এবারের এমএলএসে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৯টি গোল করেছেন মেসি। নিজের খেলা ৭ ম্যাচের গোল পেয়েছেন ৬টিতে এবং জোড়া গোল করেছেন তিন ম্যাচে। এছাড়াও এ ম্যাচে জোড়া গোল করে রিয়েল সল্ট লেকের ফরোয়ার্ড ক্রিস্তিয়ান আরাঙ্গোর করা ৮ গোলকে ছাড়িয়ে এবারের মৌসুমে সর্বোচ্চ গোলদাতা এখন পর্যন্ত মেসি। মেসির মতোই তাঁর দলও আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।


   আরও সংবাদ