ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১ মে, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭৮ বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে মাহিসন্তোস গ্রামের বাদামপাড়া এলাকায় পরিত্যাক্ত জমিতে গাঁজার বাগান উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
মঙ্গলার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হামিদ উদ্দিন পিএসসি বলেন, বস্তাবর বিওপির সীমান্তবর্তী মাহিসন্তোস গ্রামের বাদামপাড়া এলাকায় পরিত্যাক্ত জমিতে গাঁজা চাষ করাহচ্ছে জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা স্পেশাল অপারেশন টিম অভিযান চালিয়ে পরিত্যাক্ত ওই জমিতে ৪০ থেকে ৫০টি গাঁজার গাছ দেখতে পায় এবং গাছগুলো উঠিয়ে নেওয়া হয়।
বিজিবি জানায়, ১ মে পত্নীতলা ব্যাটালিয়ন বেলা ১১ টায় স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, এবং জনসাধারণের উপস্থিতিতে গাঁজা গাছগুলো ধ্বংস করা হবে।
দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।