ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের লড়াই

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ মে, ২০২৪ ১৯:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫৭ বার


রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের লড়াই

বাগেরহাট প্রতিনিধি:  রাত পোহালেই বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ নির্বাচন। শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। তবে বিএনপি নির্বাচনে না আসায় সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।    আওয়ামীলীগ বনাম আওয়ামীলীগ হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা এমনটাই বলছেন বিশ্লেষককরা। 

 

রামপাল উপজেলায় চেয়ারম্যান পদে লড়াই করছেন ৩ জন প্রার্থী । এদের সবাই আওয়ামীলীগ এর রাজনীতির সাথে জড়িত। বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন এর সাথে লড়াই করছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জামিল হাসান জামু ও বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ মান্নান। 

 

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মোল্লা মাসুদ বিল্লাহ কাবির, ও বিএনপির বহিষ্কৃত প্রার্থী মেহেদী হাসান মিন্টু । মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী রয়েছেন। বর্তমান ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোসাঃ ছায়েরা খাতুন। 

 

উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুস সাত্তার জানান,  অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকবে । নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভালো । আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি । প্রতি ইউনিয়নে থাকবে একজন ম্যাজিস্ট্রেট ওয়াইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৷ 


   আরও সংবাদ