ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ফেনী দাগণভূঞা উপজেলা মাদক সেবী কিশোর গ্যাং এ-র হামলা শিকার গ্রামবাসী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৮ মে, ২০২৪ ১৫:৩৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১৮৫ বার


ফেনী দাগণভূঞা উপজেলা মাদক সেবী কিশোর গ্যাং এ-র হামলা শিকার গ্রামবাসী

ফেনী দাগণভূঞা উপজেলা ২নং রাজাপুর ইউনিয়নের মেহেদিপুর গ্রামের কিছু মাদক সেবী কিশোর গ্যাং এ-র হামলা শিকার হন  উত্তর আবদুল নবী গ্রামের মাকু মিয়ার বাড়ির ইব্রাহিম ও তার পরিবার।

হামলাকারীদের কয়েকজন মিলে ইব্রাহিম ও তার স্ত্রীর উপর অতর্কিত আক্রমণ করে, পরে এলাকাবাসী গিয়ে তাদেরকে বঁাচাতে গিয়ে কয়েজন হামলার শিকার হয়।। পরে ইব্রাহিম ও তার স্ত্রীকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। 

হামলাকারীদের এক জন

ইব্রাহিম বলেন কিশোর গ্যাং মেহেদীপুরের,  তারা প্রতিদিন প্রায় আব্দুল নবী ও মেহেদীপুর এর মধ্যবর্তী এলাকায় খালি জমির উপর খালের পাশে জুয়া খেলে, গাজা খায়, বিভিন্ন রকম অপরাধমূলক কাজ করে। ইব্রাহিম এর চাচাতো ভাই এর বাড়ি ঘর এর টিন কেটে ও ভাংচুর করে কিশোর গ্যাং অপরাধীরা।

হামলার দিন ইব্রাহিম ও তার স্ত্রী সহ তাদের ধানের জমি থেকে ধান আনতে গেলো। পাশের তাদের কলা গাছ থেকে তারা কলা চুরি করে, তা ইব্রাহিম জিজ্ঞেস করলে কিশোর গ্যাং তাদের উপর হামলা চায়।


   আরও সংবাদ