ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী সাবেক জনপ্রতিনিধিরা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ মে, ২০২৪ ২১:১১ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩৯ বার


রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী সাবেক জনপ্রতিনিধিরা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক জনপ্রতিনিধিরা পুনরায় বিজয়ী হয়েছেন । রবিবার সকাল ৮ টা থেকে শান্তিপূর্ণভাবে নিরবচ্ছিন্ন  ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । ভোট গণনা শুরু হওয়ার পর উপজেলা নির্বাচন কমিশনের কন্ট্রোলরুমে বিভিন্ন ভোট কেন্দ্রের ফলাফল আসতে থাকে।  রাত দশটা নাগাদ উপজেলার মোট ৪৯ টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। 

 

 

বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ।  আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৪১৯৬ ভোট ।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম জামিল হাসান জামু কাপ পিরিচ প্রতীক নিয়ে ২৩৯৪৭ ভোট পেয়েছেন । অপর প্রার্থী শেখ আব্দুল মান্নান মোটর সাইকেল প্রতীক নিয়ে ৮৮৪ ভোট পেয়েছেন।  

 

 

ভাইস চেয়ারম্যান পদে নুরুল হক লিপন তালা প্রতীক নিয়ে ১১৩২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মেহেদী হাসান মিন্টু উড়োজাহাজ প্রতীক নিয়ে ১০৩২৬ ভোট পেয়েছেন । অপর দুই প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীক নিয়ে মোল্লা মাসুদ বিল্লাল ৯২৭৫ ভোট এবং আবুল কালাম আজাদ চশমা প্রতীকে ১১৫০ ভোট পেয়েছেন।  

 

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মৎ হোসনেয়ারা মিলি কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৪১২ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাম্মৎ সায়েরা খাতুন ফুটবল প্রতীকে ১৯৬৭১ ভোট পেয়েছেন। 

 

 


   আরও সংবাদ