ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ মে, ২০২৪ ১০:০৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯৫ বার
পঞ্চগড়: পঞ্চগড়ের তেতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে গুলি করে হত্যার পর বাংলাদেশি নাগরিক আব্দুল জলিল (২৪) ও ইয়াসীন আলীর (২৩) মরেদহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত ৮ মে (বুধবার) তাদের গুলি করে হত্যা করে বিএসএফ।
শুক্রবার (১০ মে) সন্ধ্যার দিকে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি জিরো লাইন সীমান্ত দিয়ে জলিল ও আলীর মরদেহ তেতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের ফাঁসিদেওয়া থানা পুলিশ। এসময় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের কর্মকর্তাসহ নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
তেতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার মরদেহ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিহত দুই যুবকের মরদেহ গ্রহণ করা হয়েছে। ভারতে মরদেহ ময়নাতদন্ত হওয়ায় আমরা এটি ছাড়াই মরদেহ দুই পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করেছি।
গত ৮ মে ভোরে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার খয়খাটপাড়া সীমান্তে বিএসএফের ১৭৬ ব্যাটালিয়নের ফকিরপাড়া ক্যাম্পের সদস্যদের গুলিতে বাংলাদেশি নাগরিক জলিল ও আলীর মৃত্যু হয়। পরে মরদেহ নিয়ে যায় বিএসএফ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একই দিন বিকেলে বিএসএফের সঙ্গে বিজিবি সদস্যরা পতাকা বৈঠক করে। এর মাধ্যমে দুজনকে শনাক্তসহ তাদের মরদেহ ফেরত চেয়ে চিঠি দেয়।