ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ মে, ২০২৪ ০৯:২৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০২ বার
দুই কারারক্ষীকে হত্যা করে প্রিজনভ্যান থেকে এক বন্দিকে ছিনিয়ে নিল অস্ত্রধারীরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) উত্তর ফ্রান্সের নরম্যান্ডির রুয়েন শহরের কাছে বন্দুকধারীদের হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।
এ হামলায় আহত হয়েছেন আরও তিন কর্মকর্তা তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ফরাসি গণমাধ্যম গুলো বলছে পালিয়ে যাওয়া ওই বন্দি নাম মোহাম্মদ। তিনি মাদকসংক্রান্ত অপরাধ ও হত্যাচেষ্টার বেশ কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত। ঘটনার দিন রুয়েনে আদালতের শুনানিতে অংশ নেওয়ার পর তাকে ইভরেক্স শহরের কারাগারে ফেরত পাঠানো হচ্ছিল। মহাসড়কে একটি টোল বুথের কাছে স্থানীয় সময় ১১টা নাগাদ তাকে ছাড়িয়ে নিতে অতর্কিত হামলা হয়। এই হামলায় বেশ কয়েকজন ব্যক্তি অংশ নেয়। দুটি গাড়িতে করে প্রিজন ভ্যানের হামলা চালায় তারা, পরে মোহাম্মদ ও হামলাকারীরা একটি গাড়িতে করে পালিয়ে যায়। গাড়িটি ঘটনা স্থল থেকে অল্প দূরুত্বে পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া যায়।
হামলাকারীদের ধরতে দেশজুড়ে অভিযান শুরু করেছে ফ্রান্সের আইনশঙ্খলাবাহিনী। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, ওই বন্দি ও হামলার হোতা অন্যান্যদের ধরতে বড় পরিসরে অভিযান শুরু করা হয়েছে। অপরাধীদের খুঁজে বের করার জন্য সম্ভাব্য সব উপায়ের ব্যবহার করা হচ্ছে।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, নিহত ও আহতদের পরিবার এবং তাদের সহকর্মীদের পাশে রয়েছে পুরো দেশ। সামাজিক যোগাযোগমাধ্যম তিনি লিখেন, এই অপরাধের হোতাদের খুঁজে বের করার জন্য সবকিছুই করা হচ্ছে।