ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ডিমলায় আগুনে ১০টি ঘর ভষ্মীভূত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ মে, ২০২৪ ০৯:২৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯৬ বার


ডিমলায় আগুনে ১০টি ঘর ভষ্মীভূত

নীলফামারী: নীলফামারী ডিমলায় আগুনে পুড়ে ১০টি বসতবাড়ি ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।

ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের সরদারহাট গ্রামে মৃত মতিউর রহমানের পুত্র ওবায়দুল ইসলামের বাড়িতে।

 

জানা যায়, মঙ্গলবার (১৪ মে) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ও এলাকাবাসীরা বলেন- বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে আগুনের লেলিহান শিখা মূহূর্তেই আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়। খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিসসহ এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিমলা ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. মোজাম্মেল হক ও লিডার নুর মোহাম্মদ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে পুড়ে ছাই হয়ে যায়। তারা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কারণে আগুনের সূত্রপাত ঘটেছে।


   আরও সংবাদ