ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৫ জুন, ২০২৪ ১০:৩১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬৩ বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার প্রতিবাদ্য বিষয় ছিল 'বাল্যবিবাহ রোধ করি সুন্দর স্মার্ট বাংলাদেশ গড়ি।'
গত সোমবার (৩ জুন) সকাল দশটার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আগষ্ট মাসে উপজেলার উমার ইউনিয়ন, ধামইরহাট ইউনিয়ন, জাহানপুর ও আলমপুর ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হবে।
উপজেলা শাখা ওয়ার্ল্ড ভিশন সূত্রে জানা গেছে, পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি বাল্যবিবাহের কুফলতা বিষয়ক আলোচনাসহ বিভিন্ন বিষয় নিয়ে উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে বাকি সব ইউনিয়নকেও বাল্যবিবাহ মুক্ত করতে একই ধরনের কাজ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা একাডেমীক সুপারভাইজার কাজল কুমার সরকার, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা বেগম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম অফিসার ম্যানুয়েল হাসদা, সিনিয়র প্রোগ্রাম অফিসার মুকুল বৈরাগী, ডেনিশ তপ্ন, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু কোড়াইয়া, শারমিন আক্তার সুরভী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কাজী প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ উপজেলার বিভিন্ন পর্যায় কর্মকর্তাগণ।