ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বয়স্ক ব্যক্তি, শিক্ষার্থী ও ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তার চেক ও ভেড়া বিতরণ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ জুন, ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫৫ বার


বয়স্ক ব্যক্তি, শিক্ষার্থী ও ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তার চেক ও ভেড়া  বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 

 

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বয়স্ক ব্যক্তি, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তার চেক, এককালীন নগদ অর্থ ও ভেড়া বিতরণ উদ্বোধন করা হয়েছে। 

 

বৃহস্পতিবার (৬ জুন) দুপুর বারোটার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী বয়স্ক ব্যক্তি, শিক্ষার্থী ও ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তার চেক, এককালীন নগদ অর্থ ও ভেড়া বিতরণ করেন।

 

এদের মধ্যে মাথাপিছু ৮০ জন শিক্ষার্থীদের মাঝে ১৭৫০ টাকা, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ১৫৫ জন বয়স্ক নারী ও পুরুষদেরকে মাথাপিছু ১৭৫০ টাকা ও ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ রোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত ৩৮ জন রোগীদের মাঝে মাথাপিছু ৫০ হাজার টাকার চেকসহ ১৮ জন ভিক্ষুকদের প্রত্যেককে মাথাপিছু ২ টা করে ভেড়া বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবউন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা বেগম, ধামইরহাট ইউনিয়নের চেয়ারম্যান এটিএম বদিউল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ প্রমুখ।  

 


   আরও সংবাদ