ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন, ২০২৪ ০৯:২২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪৮ বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ধামইরহাট শাখা এপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ফলজ বনজ ও ঔষধি জাতের চারা গাছ বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জুন) বিকেল তিনটার সময় উপজেলা পরিষদ চত্বরে এপি ওয়ার্ল্ড ভিশনের নিবন্ধিত শিশু, পিডি হার্থ, হতদরিদ্র ও উৎপাদক দলের ৪ হাজার ১৮৩ পরিবারের সদস্যদের হাত গাছের চারা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন।
জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ২০ হাজার গাছ বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় উপজেলার উমার ইউনিয়ন, জাহানপুর, আলমপুর ও ধামইরহাট ইউনিয়ন এলাকায় নিম, পেয়ারা, আমলকি, জলপাই, কাঁঠাল বড়ই ও লিচু জাতের চারা গাছ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলীন মিতু কোরাইয়া, শারমিন আক্তার সুরভী প্রমুখ।