ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩ জুন, ২০২৪ ১২:০৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১০৫ বার
জামালপুর: ঈদ সামনে রেখে জামালপুরের ইসলামপুর থেকে কোরবানি যোগ্য ৪০০ গরু নিয়ে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রথম ‘ক্যাটল স্পেশাল ট্রেন’। প্রতিটি গরু পরিবহনে খরচ পড়ছে ৫০০ টাকা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইসলামপুর স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি।
ট্রেনটির ২৫টি ওয়াগনে ১৬টি করে মোট ৪০০ গরু রয়েছে। প্রতি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। অর্থাৎ একটি গরু রাজধানীতে যেতে খরচ ৫শ টাকা করে।
ব্যবসায়ীরা বলছেন, খরচ কমার পাশাপাশি যানজটমুক্ত নিরাপদ পরিবেশে গরু নিয়ে রাজধানীতে যাওয়া যাচ্ছে, এটা অনেক ভালো ব্যাপার।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) দেওয়ানগঞ্জ সার্কেলের অফিসার ইনচার্জ হাসান মাহমুদ বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে আমাদের সদস্যরা সব সময় তৎপর রয়েছে। রেল যাতায়াতে কোনো রকম বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।
ইসলামপুর রেলওয়ে স্টেশন স্টেশন মাস্টার শাহিন মিয়া বলেন, কম ভাড়া ও নিরাপত্তা থাকায় ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আজ একটি ট্রেন ৪০০ গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। রাতে আরেকটি ট্রেন যাবে। এছাড়া আগামীকাল আরও গরু নিয়ে রাজধানীতে যাবে একটি ক্যাটল স্পেশাল ট্রেন।