ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ জুন, ২০২৪ ০৯:১৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮৩ বার
প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয়টিতে হার। ইংল্যান্ডের বিশ্বকাপ সম্ভাবনা প্রায় শেষই হয়ে গিয়েছিল।
তবে ওমানের বিপক্ষে স্রেফ ১৯ বল খেলে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় তারা। এবার নামিবিয়াকে হারিয়ে নিজেদের হাতে থাকা সম্ভাব্য সব কিছু করে রেখেছে জশ বাটলারের দল।
শনিবার রাতে নর্থ সাউন্ডে বৃষ্টি আইনে নামিবিয়াকে ৪১ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। ১০ ওভারে নেমে আসা ম্যাচে ৫ উইকেট হারিয়ে ১২২ রান করে ইংল্যান্ড। ওই রান তাড়া করতে নেমে ৩ উইকেটে ৮৪ রানের বেশি করতে পারেনি নামিবিয়া।
বৃষ্টির কারণে অনেকটুকু পিছিয়ে যায় ম্যাচ। একসময় ভেস্তে যাওয়ার শঙ্কাও ছিল। তেমন হলে বাদ পড়তে হতো ইংল্যান্ডকে। কিন্তু শেষ অবধি খেলা মাঠে গড়িয়েছে। এই জয়ের পরও অবশ্য এখনও নিশ্চিত হয়নি তাদের সুপার এইটে উঠা। স্কটল্যান্ডকে এখন হারাতে হবে অস্ট্রেলিয়ার। তাহলেই রান রেটে এগিয়ে পরের পর্বে যাবে ইংল্যান্ড।
এ ম্যাচে ইংল্যান্ডের হয়ে ২০ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন হ্যারি ব্রুক। এছাড়া ১৮ বলে ৩১ রান আসে জনি বেয়ারস্টোর ব্যাট থেকে। ৪ বলে দুই ছক্কায় ১৩ রান করেন লিয়াম লিভিংস্টোনও। নামিবিয়ার হয়ে ৪ ওভারে ৩১ রান দিয়ে দুই উইকেট নেন রুবেন ট্রাম্পেলম্যান।
রান তাড়ায় নেমে ২৯ বল খেলে ৩৩ রান করেন নামিবিয়ার ওপেনার মিচেল ভ্যান লিনগেন। ১৬ বলে ১৮ রান করে আরেক ওপেনার নিকোলাস ডাবিন হন রিটায়ার্ড হার্ট। তিনে নেমে ২ চার ও ২ ছক্কায় ১২ বলে ২৭ রান করেন ডেভিড ভিসা। কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি।