ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ জুন, ২০২৪ ১৬:৫১ অপরাহ্ন | দেখা হয়েছে ৯১ বার
কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নুরুল হক হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
সেই সঙ্গে দণ্ডপ্রাপ্ত সবাইকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
বুধবার (২৬ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহঙ্গীর আলম এ রায় দেন।
এসব তথ্য জানিয়েছেন আদালতের এপিপি মোহাম্মদ জাকির হোসেন।
মামলা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশের রায়ে ক্ষিপ্ত হয়ে ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নুরুল হককে পিটিয়ে হত্যা করা হয়।