ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৭ জুলাই, ২০২৪ ১৪:৩৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৬ বার
সাভার: সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথে নেমেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে আজ (৭ জুলাই) বেলা ১১টা ১০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করে রাখেন তারা।
এ সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
এর আগে গত বৃহস্পতিবার (৪ জুলাই) ৩৫ মিনিট ও বুধবার (৩ জুলাই) পৌনে ২ ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার যুগ্ম আহ্বায়ক তৌহিদ সিয়াম সংবাদমাধ্যমকে বলেন, একটি মহল বলার চেষ্টা করছে, আন্দোলনকারীদের মধ্যে নাকি জামায়াত-বিএনপি ভর করেছে। স্পষ্ট করে বলতে চাই, আমাদের আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন।
দাবি না মানলে প্রয়োজনে সারা দেশ অচল করে দেওয়া হবে, এমন কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সদস্যসচিব মাহফুজ ইসলাম।
কোটাবিরোধী আন্দোলন সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারীদের দাবি, বৈষম্যহীন সমাজ গড়তে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করতে হবে।