ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মানিকগঞ্জে শিথিলের সময় বাড়লো

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ জুলাই, ২০২৪ ১২:১৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৯৫ বার


মানিকগঞ্জে শিথিলের সময় বাড়লো

মানিকগঞ্জ: মানিকগঞ্জে সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে সান্ধ্য আইন (কারফিউ)  শিথিলের সময় আরো বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক রেহেনা আকতার সান্ধ্য আইন (কারফিউ) শিথিলের সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা শহরের বিভিন্ন স্থানে মাইকিং শোনা যায় সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সান্ধ্য আইন (কারফিউ) শিথিল থাকবে।  

 

তিনি বলেন, জেলার সাধারণ মানুষ যেন তাদের দৈনন্দিন কাজ করতে পারে সেই কথা বিবেচনায় রেখে সান্ধ্য আইন শিথিল করা হয়েছে। মানুষ তাদের নিজ নিজ কর্ম ঠিকমতো করতে পারছে কিনা তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি মনিটরিং টিম মাঠে কাজ করছে।

জেলা ম্যাজিস্ট্রেট রেহেনা আকতার বলেন, জেলার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক সেজন্য সান্ধ্য আইন (কারফিউ) শিথিল করা হয়েছে এবং জননিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।  


   আরও সংবাদ