ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ অগাস্ট, ২০২৪ ১২:২৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৭ বার
সবশেষ বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। আলবিসিলেস্তদের কাছে হারের পর বিদ্রুপের শিকার হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পেরা। প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে সেই হারের প্রতিশোধ নিল ফ্রান্স।
অলিম্পিকে মূলত অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়রা খেলে থাকেন। প্রতিটি দলে সর্বোচ্চ তিনজন এর চেয়ে বিশি বয়সের ফুটবলার খেলতে পারেন। ফ্রান্স-আর্জেন্টিনা লড়াইটা ছোটদের হলেও জার্সির রঙটা তো একই। তাই এই ম্যাচে উত্তেজনা বিরাজ করবে সেটাই তো স্বাভাবিক।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে হাভিয়ের মাচেরানোর শিষ্যরা। কিন্তু খেলার ধারার বিপরীতে গোল হজম করে বসে আর্জেন্টিনা। ম্যাচের ৫ মিনিটে মাইকেল ওলিসের ক্রসে হেডে বল জালে জড়ান ফিলিপ্পে মাতেতা। পুরো ম্যাচে এই একটি গোলই পার্থক্য গড়ে দিয়েছে।
নিজেদের মাঠে সমর্থকদের দারুণ সমর্থন পেয়েছে ফ্রান্স। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টাইন খেলোয়াড়দের দুয়ো দিয়েছেন ফরাসিরা। কিন্তু তাতেও দমে যাননি হুলিয়ান আলভারেজরা। ম্যাচে একের পর এক আক্রমণ করতে থাকেন তারা। তবে কাঙ্ক্ষিত গোলটিই করতে পারেননি আর্জেন্টাইন ফুটবলাররা।
ম্যাচে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু থিয়াগো আলমাদারা সেগুলো কাজে লাগাতে পারেনি। পুরো ম্যাচে দাপুটে ফুটবল খেললেও হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। সেইসাথে তৃতীয় সোনা জেতার স্বপ্নভঙ্গও হয়েছে আর্জেন্টিনার।
পুরো ম্যাচে আর্জেন্টিনা বল দখলে রেখেছিল ৭০ শতাংশ সময়। আর্জেন্টিনা শট নিয়েছিল ১৬টি, এবং ১০টি শট নিয়েছিল ফ্রান্স। আর্জেন্টিনার চারটি শট ছিল লক্ষ্যে। অপরদিকে ফ্রান্সের দুটি শট ছিল লক্ষ্যে। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।