ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ অগাস্ট, ২০২৪ ১৩:৫০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪৬ বার


সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত

মুন্সিগঞ্জ: ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন অর্ধশতাধিক।

 

রোববার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবু হেনা জামাল।  

তিনি বলেন, সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ২৫ থেকে ৩০ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুজন মৃত ছিল। তাদের বয়স ২২ থেকে ২৫ বছর। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তাদের বাধা দিতে যায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। দফায় দফায় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। আগুন দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তারাও সংঘর্ষে জড়িয়ে পড়ে।


   আরও সংবাদ