ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আহত রোগীদের সঙ্গে কথা বললেন ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ অগাস্ট, ২০২৪ ০৯:২৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬৩ বার


আহত রোগীদের সঙ্গে কথা বললেন ড. ইউনূস

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টারা সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বেশ কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেছেন। নিয়েছেন তাদের চিকিৎসার খোঁজ-খবর।

 

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনে শপথ নেওয়ার পর তিনিসহ উপদেষ্টারা ঢামেক হাসপাতালে ছুটে যান।  
সেখানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি ঢামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এ সময় তাকে কোটা সংস্কার আন্দোলনে আহত রোগীদের সর্বোচ্চ চিকিৎসার নিশ্চিত করার জন্য নির্দেশ দেন ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি চিকিৎসার জন্য যত রকম সহযোগিতা দরকার তা উনাকে জানানোর জন্য নির্দেশও দেন তিনি।  

পরে হাসপাতাল থেকে বেরিয়ে যান ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টারা।  


   আরও সংবাদ