ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পোরশার রাস্তা পরিষ্কার করছেন ছাত্ররা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ অগাস্ট, ২০২৪ ১৬:৩১ অপরাহ্ন | দেখা হয়েছে ১২০ বার


পোরশার রাস্তা পরিষ্কার করছেন ছাত্ররা

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ 
বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা পোরশা  উপজেলার বিভিন্ন রাস্তা শহীদ মিনার সরকারি স্থাপনা  দুদিন থেকে পরিষ্কার করে যাচ্ছেন।
আজ সকাল দশটা ১০ আগস্ট ২০২৪ স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মিলিত হয়ে পোরশা উপজেলার যেসব রাস্তা সরকারি স্থাপনা আবর্জনার  স্তূপে পরিণত হয়েছে মানুষ চলাচলের বিঘ্নিত হচ্ছে। সে গুলো পরিষ্কার করছেন তারা। কেউ ঝাড়ু দিচ্ছেন কেউ কোদাল দিয়ে ময়লা গুলো অপসারণ করছেন কেউ ঝুড়িতে করে ময়লাগুলো নির্দিষ্ট স্থানে পৌঁছে দিচ্ছেন। 
ছাত্রদের মধ্যে মোঃ আসিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার দল নিয়ে সারাইগাছি মোড়ে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার করা অবস্থায় ছবি তোলা হয়। 
সকল হিংসা ভুলে গিয়ে দেশ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেসব ছাত্ররা আজ নিজ উদ্যোগে দেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে দেশের কাজ করছেন এমনটাই বললেন শিক্ষার্থীরা।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সোমনগর গ্রামের বিএনপি ঘাটনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বললেন তারা রাতদিন  আদিবাসী হিন্দু সম্প্রদায়ের মন্দির গির্জা পাহারা দিচ্ছেন। তিনি আরো বললেন আওয়ামী লীগ দলীয় ছেলেরা মন্দির গির্জায় ভাঙচুর করে দায় চাপিয়ে দেয়ার উদ্দেশ্যে এসব করছেন। 
 


   আরও সংবাদ