ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মনিরুল ও হাবিবুরকে পুলিশের চাকরি থেকে অবসর

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৪ অগাস্ট, ২০২৪ ০৯:২৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৬ বার


মনিরুল ও হাবিবুরকে পুলিশের চাকরি থেকে অবসর

ঢাকা: পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের পদ থেকে মনিরুল ইসলামকে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদ থেকে হাবিবুর রহমানকে বদলির পর এবার দুজনকেই চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। তারা দুইজনই পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

 

মঙ্গলবার (১৩ আগস্ট) আলাদা দুই প্রজ্ঞাপনে তাদের দুইজনকে অবসরে পাঠানোর কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮–এর (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে মনিরুল ইসলাম ও হাবিবুর রহমানকে অবসর দেওয়া হলো।

এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) এক প্রজ্ঞাপনে মনিরুল ইসলামকে এসবি প্রধানের পদ থেকে বদলি করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করার কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর বুধবার (৭ আগস্ট) আরেক প্রজ্ঞাপনে ডিএমপি কমিশনারের পদ থেকে হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করার কথা জানানো হয়েছিল।


   আরও সংবাদ