ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮ অগাস্ট, ২০২৪ ১৬:৩৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৩ বার
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে দীঘি পাড়া গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটির বেহাল দশা। খরা মৌসুমে ওরে ধুলো আর বর্ষা মৌসুমে হয়ে যায় হাঁটু পরিমাণ কাদা। ভোগান্তিতে কয়েক হাজার মানুষ। গ্রামটির পূর্বে একটি বাজার, উত্তরে ও দক্ষিণে গ্রামটি সম্প্রসারিত হয়ে গেছে, পশ্চিম পাশে কয়েক হাজার বিঘা জমি, বাজার থেকে গ্রামের মুখে এসে পাকা থেমে গেছেন, মাঝে দেড় কিলোমিটার কাঁচা রাস্তাটি এখনো পাকা হয়নি। ওই রাস্তাটি প্রতিদিন প্রায় ৪-৫ শত মানুষের চলাচলের একমাত্র মাধ্যম বলে জানান এলাকাবাসী মাওলানা ইসাহাক আলী।
একটু বৃষ্টি হলেই রাস্তাটি দেখে মনে হয় হাল চাষ করার জমি। কর্দমাক্ত রাস্তা দিয়ে চলাচলে এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রী সহ শিশু শিক্ষার্থী ও পথচারী এবং মসজিদের মুসল্লিদের চলাচলে দুর্ভোগের শেষ নেই।
তাছাড়া খরা মৌসুমে এই রাস্তা দিয়ে হাজার হাজার মন ধান ও আম বহন করতে চলাচল করে ট্রাক্টর, ভ্যান ও পাওয়ার টিলার।
এ ব্যাপারে নজরুল ইসলাম বলেন, বাজার থেকে এক বস্তা চাউল নিয়ে ভ্যান ভাড়া করতে চাইলে পাঁচ টাকার ভাড়া নিতে চায় দুই থেকে তিনশত টাকা, আবার কখনো কখনো আসতেই চান না যানবাহন চালকেরা।
কোথাও রাস্তা ভেঙ্গে পুকুরের সঙ্গে মিশে গেছে বলে দেখা যায়।
মাওলানা আব্দুল কুদ্দুস বলেন, এ গ্রামে কোন মানুষ মারা গেলে লাশ বহন করে কবরস্থানে নিতে পড়তে হয় চরম বিপদে। অপরদিকে কোন প্রসূতি বা রোগী বহন করে হাসপাতালে নেওয়াও যেন কষ্টকর হয়ে পড়ে তাদের। বর্ষাকালে হাঁটুর উপর কাপড় তুলে জুতা হাতে নিয়ে চলতে হয় পথচারীদের। ধূলোর সৃষ্টি হয়ে একই পরিস্থিতির শিকার হতে হয় খরা কালেও। বর্ষাকালে পিছলে পড়ে গিয়ে কাপড় নষ্ট হয়ে স্কুলে যাওয়া হয় না অনেক শিক্ষার্থীর।
তেঁতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান ফজলুল হক শাহ বলেন, মাত্র দেড় কিলোমিটার রাস্তাটি পাকা না হওয়ায় দীর্ঘদিন দূর্ভোগে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীর। তারা এই রাস্তা দিয়েই মাঠ থেকে জমির ফসল ঘরে তোলেন। এ ছাড়া স্থানীয় বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্যসামগ্রী কেনাকাটা করতে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে।
জনদূর্ভোগ ও বিড়ম্বনার অবসান ঘটাতে রাস্তাটি পাকা করা প্রয়োজন। তিনি রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
জানা যায়, জনপ্রতিনিধির কাছে দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করণের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী। বারংবার প্রতিশ্রুতি দিলেও রাস্তাটি যেন কোথাও আটকে রয়েছেন । দীর্ঘ ১৫ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন বলে জানালেন ১ গ্রামবাসী।
এ বিষয়ে পোরশা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বলেন, রাস্তাটি সম্পর্কে অবগত হয়েছি। রাস্তাটি এলাকা বাসীর চলাচলের জন্য পাকা হওয়া প্রয়োজন। আমরা নতুন রিভাইজ একটি প্রকল্পে অন্তভুক্ত করেছি। স্কুল থেকে ৩০০ মিটার বরাদ্দ পেয়েছি শীঘ্রই কাজ শুরু হবে এবং বাকিটা অনুমোদন হলে কাজটি বাস্তবায়ন করা সম্ভব হবে।