ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনসহ ১৬৬ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ অগাস্ট, ২০২৪ ০৯:২৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪২ বার


সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনসহ ১৬৬ জনের বিরুদ্ধে মামলা

মেহেরপুর: মেহেরপুরে সন্ত্রাস দমন আইনে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তার স্ত্রী মোনালিসা হোসেন, মন্ত্রীর ভাই সরফরাজ হোসেন মৃদুলসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৬৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।  

সোমবার (১৯ আগস্ট) দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসনাত জামান বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।

পরে মামলাটি আমলে নিয়ে আদালতের বিজ্ঞ বিচারক মঞ্জুরুল ইমাম মেহেরপুর সদর থানাকে এফআইআরের নির্দেশ দেন।  

 

মামলার বাদি পক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিজন বলেন, ১৬৬ জনের নামে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক মঞ্জুরুল ইমাম সদর থানাকে এফআইআরের নির্দেশ দিয়েছেন।  

মামলায় প্রথমে ১৯৫ জনকে আসামি করা হয়েছে এমন গুঞ্জন শোনা গেলেও পরবর্তীতে জানা যায় ১৬৬ জনকে আসামি করা হয়েছে। তবে এ বিষয়ে পরিষ্কার করে কথা বলতে কেউই রাজি হননি।

মামলার বাদি হাসনাত জামান বলেন, আদালতে এজাহার জমা দিয়েছি। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়েছেন। এর বেশি কিছু জানি না।

জানা গেছে, গত ৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র ও তাদের অভিভাবক এবং জনসাধারণ শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান কর্মসূচি পালনকালে মেহেরপুর কলেজ মোড়ে শান্তিপূর্ণ গণজামায়েত ও দাবির পক্ষে বক্তব্য পেশ করছিলেন। এসময় আসামিরাসহ অজ্ঞাত আরও শতাধিক অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো রামদা, কিরিচ, লোহার রড, ছোরা, চাকু, ডেগার, বাশের লাঠি, আগ্নেয়াস্ত্র ভয়ভীতি, খুন, জখম করার উদ্দেশে উপস্থিত হয়। পরে আন্দোলনরত ছাত্র ও তাদের অভিভাবক ওপর হামলা চালায় আসামিরা।

অপরদিকে শহরের ভূমি অফিস মোড়ে শান্তিপূর্ণ গণজামায়েত ও দাবির পক্ষে ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র ও তাদের অভিভাবক এবং জনসাধারণ শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান কর্মসূচি পালন করে। পরে আসামিরা অজ্ঞাত শতাধিক অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে অনেকেই হতাহত হন।


   আরও সংবাদ