ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১ অগাস্ট, ২০২৪ ১২:০১ অপরাহ্ন | দেখা হয়েছে ১১৯ বার
কখনও খেলোয়াড়দের বিষয়ে, কখনও ক্রিকেটীয় কর্মকাণ্ড বা মন্তব্যের জন্য আলোচিত-সমালোচিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার দায়িত্ব ছেড়েছেন। এক যুগ পর তিনি আর এই পদে থাকছেন না।
বুধবার বিসিবিকে ইমেইলে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি, বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এদিনই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিবির বোর্ডসভা শুরু হয়েছে সকাল ১১টায়। এতে পাপনের পদত্যাগপত্র গ্রহণ করে নেওয়া হয়। বিসিবির পরবর্তী সভাপতি কে হবেন, বিষয়টিও প্রায় চূড়ান্ত। সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদকে দেওয়া হচ্ছে সভাপতির দায়িত্ব।