ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নামে মামলা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ অগাস্ট, ২০২৪ ১২:১৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৫ বার


সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নামে মামলা

ঢাকা: সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক, বিদ্বেষাত্মক ও বেআইনিভাবে রায় দেওয়াসহ অসত্য ও জাল-জালিয়াতিমূলক রায় সৃষ্টির অপরাধের অভিযোগে মামলাটি হয়েছে।

 

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে রাজধানীর শাহবাগ থাকায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন বাদী হয়ে এ মামলা করেন।

জানা যায়, বিচারপতি এ বি এম খাইরুল হকের বিরুদ্ধে দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

বুধবার সকালে মামলার বিষয়টি শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বাংলানিউজকে 
নিশ্চিত করেন।  

তিনি জানান, সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে গতরাতে (মঙ্গলবার) শাহবাগ থানায় মামলা হয়েছে। আমরা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

ওসি জানান, সরকারি কর্মকর্তা হয়ে বেআইনিভাবে রায় দেওয়ায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।


   আরও সংবাদ