ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৯ বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল দশটার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভাটি করা হয়।
আলোচনা সভায় উপজেলার খেলনা ইউনিয়নের বেড়িতলা একাডেমির প্রধান শিক্ষককে বল প্রয়োগ করে পদত্যাগে বাধ্য করানোর অপচেষ্টা রোধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগিতা কামনা করে, সীমান্তে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করণ, মাদক নিয়ন্ত্রণ ও এর ভয়াবহতা রোধে প্রতিটি ইউনিয়ন থেকে মাদক সেবীদের চিহ্নিত করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সুধী সমাবেশের আয়োজন, ইভটিজিং ও বাল্যবিবাহ নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী, উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসার ডাক্তার স্বপন কুমার বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা মৎস অফিসার আইয়ুব আলী, উপজেলার নবাগত মহিলা বিষয়ক অফিসার খোন্দকার মাক্বামাম মাহমুদা, বিজিবি প্রতিনিধি, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তর প্রধান।